সিপিএ মার্কেটিং (CPA Marketing) অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে তুলনা করা যায় কারণ এটা সমানভাবে কাজ করে যদিও এটা অ্যাফিলিয়েট মার্কেটিং নয়।
বর্তমানে আধুনিকতার যুগে কোন প্রোডাক্ট সার্ভিস বিজনেস প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয়। ডিজিটাল মার্কেটিং অথবা ইন্টার্নেট মার্কেটিং যেখানে ইন্টারনেটের সাধন গুলো ব্যবহার করে ব্যবসা, কোম্পানির প্রোডাক্ট প্রচার করা হয়। এবং ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং এর এই সাধন গুলোর মধ্যে অন্যতম একটি সিপিএ মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি কোন কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিস আমরা যদি অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রয় বা সেল দিয়ে থাকি, তাহলে আমরা তার থেকে একটা কমিশন পায় বিক্রি না হলে কমিশন পায় না।
তবে সিপিএ মার্কেটিং বর্তমান যুগের অন্যতম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতই। এখানে আমরা কোন প্রোডাক্, কোন সার্ভিস মার্কেটিংয়ের মাধ্যমে যদি প্রোডাক্টগুলো সেল না ও হয়, তাহলে আমরা কমিশন পাই। তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো প্রোডাক্ট বা সার্ভিস সেল না ও করতে পারি তাহলে ও আমরা ইনকাম পেয়ে যাবো এটাই হলো সি পি এ মার্কেটিং।
তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতই সিপিএ মার্কেটিং এর কাজ গুলো অনেকটা সমান। সহজভাবে যদি বলি সিপিএ মার্কেটিং হলো আপনি পণ্য প্রোডাক্ট সেল হলেও একটা কমিশন পাবেন, সেল না হলেও একটা কমিশন পেয়ে যাবেন।
What Will You Learn?
ফ্রিল্যান্সিং এর মধ্যে সবথেকে জনপ্রিয় কাজ হচ্ছে সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং করে প্রতিদিন ঘরে থেকে 10 থেকে 20 ডলার ইনকাম করা সম্ভব এক মাসের কোর্স করে যারা ঘরে থেকে ইনকাম করতে চেয়েছেন কোর্সটি তাদের জন্য।
Material Includes
Requirements
👉🏽 Laptop or Computer
👉🏽 Minimum 512 kb Broadband Connection
Login To Leave Review